বাংলাদেশ | সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪ | ২৫ ভাদ্র,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

19-12-2016 12:09:07 PM

এসেছে ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন

newsImg

বাজারে এসেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজুর নতুন ফোন। মডেল মেইজু এম৩। এটি মিডরেঞ্চের ফোন।মেটাল ইউনিবডির এই ফোনটিতে আছে ৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। এতে আছে ১০৮০ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ৩৬৭ পিপিআই।ফোনটিতে আরও আছে মিডিয়াটেক হেলিও পি১০ চিপসেট। অক্টাকোর প্রসেসরের এই ফোনটিতে মালি-টি৮৬০এমপি২ জিপিইউ ব্যবহৃত হয়েছে। এতে আছে ৩ জিবি র‌্যাম।মেইজুর নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।৬৪ জিবি বিল্টইন মেমোরির এই ফোনটির ব্যাটারি ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।ফোনটিতে মার্শম্যালো ৬.০ অপারেটিং চালিত।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 6266 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends