বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

16-12-2016 09:04:17 AM

মুছতেও পারবেন হোয়াটসঅ্যাপ এ পাঠানো ভুল মেসেজ

newsImg

হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোন মেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক।আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এ বার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা।  রিকল অপশন সিলেক্ট করলে তা অন্য প্রান্তে থাকা স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে। আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.১৭.১.৮৯৬-এ এই অপশন থাকবে এই সুবিধা। রিপ্লাই, স্টার, ফরওয়ার্ড, ডিলিট, মেসেজ, স্পিক অপশনের মতোই থাকবে ‘রিভোক’ অপশনও।তবে যাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্তই রিভোক করা যাবে। মেসেজ এক বার ‘সিন’ হয়ে গেলে আর অপশন কার্যকর হবে না।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2689 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends