15-12-2016 05:03:57 PM
কেবল অনুমান করেই মাত্র ৬ সেকেন্ডর মধ্যেই অপরাধীরা কোনো ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সিকিউরিটি কোড জেনে নিতে পারেন বলে দাবি করেছেন গবেষকরা।নিউক্যাসেল ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, একটি ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কাজটি করে ফেলা ভয়াবহ রকমের সোজা। খবর টেলিগ্রাফের।সম্প্রতি টেসকো ব্যাংক হ্যাকেও এ পদ্ধতি ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গবেষকরা বলছেন, সাইবার অপরাধীরা যখন ওয়েবসাইটে কার্ডের কোনো তথ্যের সন্ধান চালিয়ে যান সেটা সিস্টেমে ধরাও পড়ে না।এ গবেষণার বিষয়ে ভিসার বক্তব্য হলো- জালিয়াতি রোধে পেমেন্ট সিস্টেমে যে ব্যবস্থাগুলো রয়েছে গবেষণায় তার সবগুলোর উল্লেখ করা হয়নি।