বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

13-12-2016 03:15:45 PM

যেভাবে আইফোন ৭ ও ৭ প্লাসে ভালো ছবি তুলবেন

newsImg

বর্তমানে মোবাইল হ্যান্ডসেট নির্মাতারা ফোনে উন্নতমানের ক্যামেরা সংযুক্ত করছে। আর যখন তখন ছবি তোলার জন্য আলাদা ক্যামেরার চেয়ে মোবাইল ফোনের ক্যামেরাই বেশি উপকারী।সাম্প্রতিক স্মার্টফোনগুলোর মধ্যে আইফোন ৭ এবং ৭ প্লাসের ক্যামেরা সবচেয়ে ভালো। এমনকি ফটো ব্লগিং ওয়েবসাইট ‘ফ্লিকারে’ শীর্ষ দশটি ছবির মধ্যে ৮টি ছবিই আইফোন ক্যামেরায় তোলা।অ্যাপল তাদের আইফোন ৭ এবং ৭ প্লাসে আরও ভালো ছবি তুলতে কিছু টিপস দিয়েছে, যার মধ্যে নতুন পোট্রেট মোড, জুম এবং অন্যান্য ফিচার ব্যবহার করে ভালো ছবি তোলা সম্ভব হবে। পাঠকদের জন্য টিপসগুলো তুলে ধরা হলো।

 ১. আইফোন ৭ প্লাসের ডুয়েল ১২ মেগাপিক্সেল ক্যামেরার সাথে অপটিক্যাল জুম ব্যবহার করুন। কেননা ১০x ডিজিটাল জুমের চেয়ে ২x অপটিক্যাল জুমে অনেক ভালো ছবি পাওয়া সম্ভব।

২. ভিডিওর জন্য ৪কে ভিডিও ব্যবহার করুন। এতে আপনার রেকর্ডিং অনেক কালারফুল এবং চকচকে হবে। ৪কে ভিডিও রেকর্ডের জন্য পর্যায়ক্রমে সেটিংস> ফটো অ্যান্ড ক্যামেরা> রেকর্ড ভিডিও> ৪কে নির্বাচন করুন। আর ৪কে নির্বাচন করা হয়ে গেলে ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরা অ্যাপে একটি ৪কে ব্যাজ শো করবে।

৩. চলতে চলতে অথবা দাঁড়িয়ে ভিডিও’র জন্য ‘টাইম ল্যাপস’ ভিডিওকে আরও স্মুথ করবে।

৪. সবচেয়ে ভালো ভিডিও ধারণ করতে ‘ল্যান্ডস্ক্যাপ মোডে’ ভিডিও করুন।

৫. ভিডিও রেকর্ডিং করার সময় ছবি তুলতে চাইলে রেকর্ড বাটনের বাম পাশে ‘সাদা বৃত্তে’ ট্যাপ করুন।

‘পোট্রেট মোডে’ নিখুঁত পারিবারিক ছবি তোলার উপায়

১. পোট্রেট মোড রিয়েল টাইমে লাইভ প্রিভিউ গাইড করবে আপনাকে। এমনকি ক্যামেরা থেকে সাবজেক্ট যতই দূরে হোক না কেন ভালো ছবি তুলতে পারবেন আপনি।

২. ক্যাপচারের সময় আরও লাইট দরকার কি না সে বিষয়ে পোট্রেট মোডের দেওয়া গাইডের দিকে মনোযোগ দিন।

৩. একাধিক ব্যক্তিকে একই ফ্রেমে বন্ধি করার সময় একই সমতলে থাকা নিশ্চিত করে নিন।

৪. ছবি তোলার সময় স্থিরভাবে থাকার চেষ্টা করুন।

৫. ভালো মানের ছবি তুলতে ৩ সেকেন্ড বা ১০ সেকেন্ডের টাইমার ব্যবহার করুন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2749 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends