বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

রাশিফল

07-12-2016 09:41:39 AM

কেমন যাবে আজকের দিনটি জেনে নিন আজকের রাশিফল

newsImg
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোড়দার করুন। বন্ধুদের সাহায্য পাবেন। ব্যবসার জন্য কোথাও যেতে হতে পারে। বড় ভাইয়ের সাথে কোনো কাজে জড়িয়ে পরতে পারেন। কিছু অর্থ হাতে আশার সম্ভাবনা রয়েছে। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

বেসরকারী চাকরীজীবীরা খুবই পেরেশানিতে থাকবেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে কোনো কাজের পরামর্শ করতে পারেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হতে পারে। চাকরীতে ইস্তেফা দেবার মত পরিস্থিতি আশার সম্ভাবনা। 
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

 মিথুন (২২ মে – ২১ জুন)

উচ্চ শিক্ষা লাভের যোগ প্রবল। বিদেশে উচ্চ শিক্ষার প্রচেষ্টা ফলপ্রসু হবে। বাবার সাথে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো লাভ আশা করতে পারেন। ভাগ্য উন্নতিতে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। 
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

যানবাহন চালকদের সতর্কতার সাথে গাড়ী চালানো উচিৎ। বীমা বিক্রয় প্রতিনিধীদের টার্গেট পূরণের প্রচেষ্টা সফল হতে পারে। রাস্তাঘাটে পুলিশি গ্রেফতার বা হয়রানি থেকে সতর্ক থাকুন। কোনো বন্ধু বা স্বজনের মৃত্যু আপনাকে শোকাহত করবে। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। 
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

 

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসায় নতুন বিনিয়োগের সম্ভাবনা প্রবল। অবিবাহীত জাতিকাদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীরা ব্যবসার কারনে দূরে কোথাও যেতে পারেন। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। 
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

 

 কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। সিজেনাল ব্যধিতে ভুগতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধে জড়াতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কোনো সহকর্মীর কারনে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। বাড়ীতে কাজের লোকের অনুপস্থিতিতে বহু সমস্যায় পরতে পারেন। 
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না
 
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তায় পড়বেন। প্রিয়তমার সাথে দেখা হওয়া ও কোথাও বেড়াতে যাবার কারনে দুজনের মধ্যকার দূরত্ব ও ভুলবুঝাবুঝি দূর হয়ে যাবে। শিল্পী ও কলাকুশলীরা কোন কাজে ব্যস্ত হয়ে পরবেন। 
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

যানবাহন সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা দেখা দিতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে কিছুটা অস্বস্তিতে পরতে পারেন। প্রত্যাশা পূরণে বহু বাধা বিপত্তি দেখা দেবে। শিল্প কলকারখানায় কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। 
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

পত্রিকায় কর্মরতদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সাহস ও পরাক্রম বাড়বে। খেলাধুলায় সফলতা পাবেন। প্রতিবেশীর সাথে কোনো দ্বন্দে না জড়ানোই ভালো। ছোট ভাই-বোনের চাকরী সংক্রান্ত বিষয়ে দৌড়াদৌড়ি করতে পারেন। পত্র যোগাযোগে ভালো সংবাদ পাবার সম্ভাবনা। 
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ
 
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
খাদ্য ও বেকারী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। ব্যবসা বাণিজ্যে কিছু লেনদেন হওয়াতে ভালো লাভ হতে পারে। কৃষি ফশল সংগ্রহের ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। বাড়ীতে শ্যালক শ্যালিকার আগমন হবার সম্ভাবনা। অপ্রয়োজনে বেশী কথা না বলাই ভালো। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

 কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ পেশাজীবীরা কোনো দায়িত্ব পেতে পারেন। আর্তমানবতার কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ করতে পারেন। অসুস্থদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। 
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা
 

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আপনার বিদেশ ভ্রমনের বা দূরবর্তি কোনো স্থানে ভ্রমনের যোগ প্রবল। হোটেল মোটেল ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হবার যোগ রয়েছে। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। প্রবাসীদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। 
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2288 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends