20-01-2018 11:04:35 AM
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সা ছেড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন সার্জিও রবার্তো। রেড ডেভিলসদের কোচ মরিনহোও রবার্তোর প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে সব জল্পনা কল্পনায় পানি ঢেলে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আরো ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
কাতালান ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বার্সার সঙ্গে আরও চার বছর থাকছেন রবার্তো। আর নতুন চুক্তি অনুযায়ী রবার্তোর বাইআউট ক্লজ হবে ৫০ কোটি ইউরো।এর আগে বৃহস্পতিবার ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গেও চার বছরের নতুন চুক্তি করে স্প্যানিশ ক্লাবটি। তার বাইআউট ক্লজও রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।