15-12-2016 09:20:05 AM
তানজিল শরীফ : হ্যাকাররা ইন্টারনেট সেবাদাতা 'ইয়াহু'র প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে বলে ধারণা করছে প্রতিষ্ঠান। ২০১৩ সালে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এক বিবৃতিতে ইয়াহু বলছে, সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা তারা প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে ভিন্ন। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, হ্যাকাররা নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্মতারিখের মতো তথ্য চুরি করে থাকতে পারে বলে জানিয়েছে ইয়াহু। তবে তারা বলছে, পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি।