বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

প্রবাসী

13-12-2016 10:34:26 AM

মিয়ানমারে শান্তিরক্ষী নিয়োগের দাবিতে আমেরিকায় মানববন্ধন

newsImg

রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তায় মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। সোমবার সন্ধ্যায় আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিতে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে আগতদের পুনর্বাসনেও পর্যাপ্ত তহবিল প্রদানের আহবান জানানো হয়। বক্তারা ধর্মের নামে চরমপন্থিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।এ কর্মসূচির আয়োজক সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক বলেন, সংখ্যালঘুরা নানাভাবে নিগৃহিত হচ্ছেন। এ বর্বরতায় লিপ্তদের দমনে চাই গণজাগরণ। শুধু সরকারকে দোষারোপ করে লাভ নেই। আপামর জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা দাদাগিরি দেখাচ্ছেন, সেই যুক্তরাষ্ট্রেও প্রতিদিন ধর্মীয় বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছে মুসলমানরা। বর্ণবাদী আক্রমণ থেকেও রেহাই পাচ্ছে না আফ্রিকান-আমেরিকানরা। সব ধরনের বৈষম্য আর বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সমগ্র মানবতাকে জেগে উঠতে হবে। এর বিকল্প নেই।আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারজানা হকের পরিচালনায় এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার ও বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি গোলাম মেহরাজ, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থার প্রধান মহিউদ্দিন ইউসুফ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি এ এইচ এম লুৎফর রহমান লাতু, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আতিকুর রহমান, হিউম্যান রাইটস কমিশনের নেতৃ মীনা ইসলাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি আকতার হোসেন, সহ-সভাপতি শাহাদৎ হোসেন, জেবিবিএর সদস্য কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।  

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2442 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends