বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ | ৭ অগ্রহায়ণ,১৪৩১

প্রবাসী

06-12-2016 11:03:06 AM

বাংলাদেশের পথ শিশুদের 'মা' মারিয়াকে পর্তুগালে সংবর্ধনা

newsImg

বাংলাদেশের সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে কাজ করা পর্তুগালের নাগরিক মারিয়া কনসেইসাওয়ের সম্মানে পার্টি ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন পর্তুগালের প্রবাসী বাংলাদেশীরা। সোমবার স্থানীয় সময় রাত ৮টায় লিসবনের ওকমুন্ড চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে মারিয়া কনসেইকে স্বাগত জানায় পর্তুগালের কমিউনিটির প্রতিনিধিরা।  ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মাসুদ ও প্রবাসী সাংবাদিক নাঈম হাসান পাবেল। পরে মারিয়া কনসেই ও ফাউন্ডেশনের কর্মী ড্যানিয়েল মিরাকে ফুল দিয়ে বরণ করে পর্তুগালের প্রবাসী বাংলাদেশিরা।  লিসবনের সিন্ট্রা শহরে জন্ম হলেও মারিয়া তার হৃদয়ে ধারণ করেছেন বাংলাদেশকে। ২০০৫ সালের জুলাইয়ে মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ঢাকার দক্ষিণখানের গাওয়াইরে একটি স্কুল ও ক্লিনিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে ‘ঢাকা প্রজেক্ট’ দিয়ে এই ফাউন্ডেশনের সূচনা। বর্তমানে ঢাকার বস্তির ১৭২ জন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ফাউন্ডেশনটি।প্রবাসী বাংলাদেশিদের এমন উষ্ণ অভ্যর্থনায় অভিভূত মারিয়া বলেন, আমার মতো নগন্য এক জন মানুষের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। অামি বাংলাদেশ নিয়ে কাজ করি তাই এখানকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাস থেকেও ব্যক্তিগতভাবেও যে কেউ আমাদের সহায়তা করতে পারেন।  অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অামিনুর রহমান ভূইয়া, মনজুরুল হোসেন জিন্নাহ, তানভীর সিদ্দিক, অাইয়ুব অালী, অাশরাফুল ইসলাম হাসিব,মুজিবুর রহমান, শামীম আহম্মেদ ইভান, অাল মাসুদ সুমন, মো. সোহেল, ওমর ফারুক লিটন, জুবায়ের, প্রবাসী বাংলা মিডিয়া কর্মী নজরুল ইসলাম সুমন, জহুরুল হকসহ কমিউনিটি ব্যাক্তিবর্গ।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2421 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends