বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

প্রবাসী

04-12-2016 10:30:35 PM

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৫ জন নিহত

newsImg

দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে তিন বাংলাদেশিসহ পাঁচ জন নিহত হয়েছেন। আরব আমিরাতের দুবাই রাবাত সড়কে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।দুবাই রাশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সাঈদ ইবনে সুলাইমান গণমাধ্যমকে জানান, রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। চার জন গুরুতর আহত ও তিনজন ছোটখাট আঘাত পেয়েছেন। আহত সবাইকে রাশিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 পুলিশ আরও জানায়, একটি ক্লিনার কোম্পানির শ্রমিক বহনকারী বাস এবং বিল্ডিং রক্ষণাবেক্ষণে ব্যবহৃত একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয। আল গারহুদ যাওয়ারপথে রাবাত রোডে এ দুর্ঘটনা ঘটে। চার শ্রমিক ঘটনাস্থলেই ও অপর একজন হাসপাতালে মারা যান।নিহত বাংলাদেশিদের খোঁজ নিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান জানান, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে নিহত ও আহত বাংলাদেশিদের ব্যাপারে দ্রুত খোঁজ নেয়ার চেষ্টা করছি।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2370 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends