বাংলাদেশ | মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ,১৪৩১

প্রবাসী

01-12-2016 03:15:50 PM

মজা করতে বাংলাদেশির ওপর গাড়ি চালিয়ে দিলেন কুয়েতি তরুণ

newsImg

কুয়েতে মজা করে এক বাংলাদেশি নাগরিকের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন দেশটির ১৯ বছর বয়সী এক তরুণ। আজ বৃহস্পতিবার স্থানীয় দৈনিক কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি ওই নাগরিক কুয়েতের শাআবের একটি বাসস্ট্যান্ডে বসে ছিলেন। এ সময় কুয়েতি ওই তরুণ মজা করার জন্য বসে থাকা বাংলাদেশির ওপর গাড়ি চালিয়ে দেন। গাড়ি এগিয়ে এলেও ওই বাংলাদেশি সড়ে না যাওয়ায় শেষে তার ওপর দিয়েই গাড়ি চলে যায়। এতে বাংলাদেশি ওই নাগরিক গুরুতর জখম হন। পরে আহত বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ ওই কুয়েতি তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার এক বন্ধুসহ মজা করতেই গাড়ি চালিয়ে দিয়েছিলেন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2506 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends