শেয়ার বাজার

19-10-2016 01:31:21 PM

সূচকের উত্থানে চলছে লেনদেন

newsImg

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে দিনের শুরুতে সূচকের উত্থান দেখা গেছে। এমনকি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দিনের শুরুতেই মূল্য সূচকের উত্থান ঘটে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৪ হাজার ৭৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫৯ পয়েন্টে।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান দেখা যায়। লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছ ২১টির।বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি টাকার শেয়ার।