শেয়ার বাজার

03-09-2016 12:51:43 PM

ঊর্ধ্বমুখী সূচক ও লেনদেনের গতি বেড়েছে

newsImg

ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবারের ধারাবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের শুরু থেকেই বাড়ছে ডিএসইএক্স সূচক। অন্যদিকে, সার্বিক সূচক বাড়তে দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে হয় ৪৫৪২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১২টা নাগাদ ১৩৪ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১১৪ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ, আজ লেনদেনে কিছুটা গতি লক্ষ করা যাচ্ছে।

ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে, যার মধ্যে ১৬৪টি কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে। এ ছাড়া ১২টা পর্যন্ত দর কমেছে ৮৩টি, অপরিবর্তিত আছে ৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৪৪ দশমিক ২৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ছয় কোটি টাকা। অর্থাৎ সিএসইতেও আজ লেনদেনের গতি কিছুটা ভালো। গত কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ছিল পাঁচ কোটি টাকা। ১২টা নাগাদ হাতবদল হওয়া ১৭৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৩টির, অপরিবর্তিত আছে ৩০টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট