06-08-2016 04:27:27 PM
অবৈধভাবে প্রায় দুই মাস ধরে বাংলাদেশে অবস্থানের অভিযোগে আটক ৪৪ নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। আজ শনিবার (৬ আগষ্ট) সকাল ১০ টার সময় তাদের বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসে ঢাকার এসবির জনৈক সাব ইন্সপেক্টর।
এর আগে ৪ আগস্ট রাজধানীর একটি এলাকা থেকে পাসপোর্ট ও ভিসার মেয়াদোত্তীর্ণ ওই ৪৪ নেপালিকে আটক করা হয়।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক ঢাকার এসবি শাখার এস আই জানায়, ওই নেপালিরা এক মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের সন্ধানে গত ২১ মে ভারত হয়ে বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দুই মাস ধরে তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। ৪ আগস্ট গোপন সংবাদ পেয়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার লোকজন তাদের মিরপুর ডিওএইসএস এলাকা থেকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান, নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হলে তারা যদি ভিসা সংশ্লিষ্ট দুতাবাস থেকে না বাড়ায়, তা হলে প্রতিদিন ২০০ টাকা করে জরিমান করা হবে। যদি তারা টাকা দিতে না পারে তাহলে তাদের দায়িত্ব নেপালী দুতাবাস নিলে তাদের ছেড়ে দেওয়া হবে।