02-08-2016 10:26:23 PM
সৌদি আরবে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত বাংলাদেশী যুবকের রায় কর্যকর করা হয়েছে। রোববার জেদ্দার স্থানীয় সময় সকাল ১০টার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত মহসিন (৪০) এর শিরশ্ছেদের মাধ্যমে এ রায় কার্যকর করা হয়েছে। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের মাওলানা আব্দুল হকের পুত্র। জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল জেদ্দায় মহসিন একই ইউনিয়নের পাশবর্তী রাঙাউটি গ্রামের মাওলানা ইয়াছিন আলীর পুত্র শাহজালালকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়।
তখন জালালের এক নিকটাত্মীয় (দুলাভাই) সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘ শুনানীর পর সে দেশের বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। যা ২০১৪ সালের ২৫ মার্চ কার্যকর করার কথা ছিল। কিন্তু বাংলাদেশ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত মহসিনের মায়ের পরিচয়ে ক্ষমা চেয়ে সে দেশের আদালতে বারবার ফোন করা হয়েছিল। এতে রায় কার্যকরে বিলম্বিত হয়। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে তা (তথ্য) প্রতারণা বলে প্রমাণিত হয়।