আন্তর্জাতিক

04-03-2016 09:54:13 am

বাঙ্গালী মেয়ের বিশ্বজয়

newsImg

বাংলাদেশের মেয়ে রুহি আন্তর্জাতিক অঙ্গনের নামকরা অনুষ্ঠানে সেরা ফটোগ্রাফারের পুরষ্কার লাভ করেছে। এরকম বড় পর্যায়ে এই প্রথম বাংলাদেশের কেউ একজন প্রথম হয়েছে তাও একজন মেয়ে। দেশ জুড়ে এই নিয়ে বিশাল তুলপাঁড় চলছে। রুহি বলেন তার এখানে আসার পথটা অনেক বন্ধুর ছিলো। পরিবার বা বন্ধূ কারোর কাছ থেকে কখনো সাহায্য পায় নি সে। তার তোলা তার মায়ের ছবিটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে।