সম্পাদকীয়

22-02-2016 01:25:21 pm

বন্ধু শুধু একটি শব্দ নয়

newsImg

আমায় দোষ দিস না! মুখে বন্ধু বন্ধু বললেই বন্ধু হওয়া যায়না। বন্ধুত্বের অনেক গভীরতা। শৈশব-কৈশোরে বন্ধু বন্ধু খেলায় মেতে থাকতাম আমরা ক’জন । সময়ের আবর্তন আমাদেরকে পরস্পর থেকে দূরে টেনে নিয়েছে। তখন বোধ-বুদ্ধিতে কখনোই মনে হয়নি আমরা বন্ধু ছিলাম অথচ কাউকে ছাড়া কারো ভালো লাগতো না।
খেলার কিংবা পড়ার সাথীর মধ্যেই সম্পর্কটা ঘোরাফেরা করত। যৌবনে পা দিয়ে ভেবেছিলাম এখন বন্ধু বাছাইয়ের উপযুক্ত সময়। কিন্তু প্রজন্মের সাথে আমিও ভেসে গেলাম প্রযুক্তির টানে। বাস্তব জগত থেকে আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেলো ভার্চুয়ালে। এখানে বন্ধুর সংযোজন-বিয়োজনে নতুন নতুন সম্পর্কের মিছিল, বিচিত্র অভিজ্ঞতা, ক্ষণিকের মোহ। তবে তিক্ত হলেও সত্য, ভার্চুয়াল জগতের সম্পর্ক অনলাইন-অফলাইনের মধ্যে সীমাবদ্ধ। অনলাইনে যতক্ষন ততক্ষন বন্ধু। যখনই অস্তিত্ব অফলাইনে তখন ভুলে যাওয়া একটি কিংবা একাধিক নাম। বাস্তবতার বন্ধুর আর ভার্চুয়াল জগতের বন্ধুর মধ্যে যোজন যোজন পার্থক্য। বন্ধু মানেই শুধু ফুচকা খাওয়া কিংবা খাওয়ানো, গার্ল ফ্রেন্ডের দোষ-গুন শেয়ার করা কিংবা টাকা ধার করে ফেরত দেয়া-না দেয়া নয়। বন্ধু মানে অনেক কিছু। সকল কৃত্রিম সম্পর্কের মধ্যে সবচেয়ে টিকসই সম্পর্কের নাম বন্ধুত্ব। যা ছুঁয়ে অনুমান করা যায় না বরং উপলব্ধির বিষয়। বর্তমানের হাজার বন্ধুর ভীড়ে আজ শুধু মনে হচ্ছে শৈশব-কৈশোরের সেই দুরান্তপণা কিশোরগুলোই প্রকৃত বন্ধু। তোরাই কি আমার মতই মনে করিস। মনে না করলেও দোষ নাই কিন্তু বাস্তবতা এটাই। তোরা যে যেখানেই থাকিস মনে রাখিস, ভুলিনি তোদের।