একজন রাজাকার আজীবন রাজাকার,একজন মুক্তিযোদ্ধা সাড়া জীবন মুক্তি্যোদ্ধা নয়
একজন রাজাকার আজীবন রাজাকার,একজন মুক্তিযোদ্ধা সাড়া জীবন মুক্তি্যোদ্ধা নয়!কিন্তু সৈয়দ মহসীন আলী আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন আর এটাই তার সবচেয়ে বড় পরিচয়।অসীম সাহসি এই মানুষটির মৃত্যু নেই তিনি বার বার ফিরে আসবেন এই গ্রাম বাংলার তীরে।
Hasan Khaledএকজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নয় কেন?
Like · Reply · September 14 at 10:47pm
Sakib Ahmedকাদের সিদ্দিকি কে দেখুন
Like · Reply · September 14 at 10:48pm
Hasan Khaledকাদের সিদ্দিকির মুক্তিযুদ্ধের অবদান কি বাতিল হয়ে গেছে? তার বীর উত্তম কি কেড়ে নেওয়া হয়েছে? অধুনা সিদ্দিকি একটা রাজনৈতিক দলের তাই তার বক্তব্য ও আচরনে কৌশল থাকবেই। মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা সর্ব কালের জন্যই মুক্তিযোদ্ধা।
Like · Reply · September 14 at 10:53pm
Sakib Ahmedখূনি জীয়া ও বীর উত্তম ছিল সে সংবিধান ক্ষতবিক্ষত করেছে
Like · Reply · September 14 at 10:54pm
Hasan Khaledজিয়া খুনি এটা তার জীবনের পরবর্তী অধ্যায়, একারনে তার অবস্থান জাতি নির্ধারণ করবে। কিন্তু ১৯৭১ এ জিয়া সেক্টর কমান্ডার তার এই শ্রেষ্ঠত তার জন্য নির্ধারিত। আর সংবিধানের কথা বলেন তা বঙ্গবন্ধুর হাত দিয়েই ক্ষত হতে শুরু হয়েছে। আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আবদান কিন্তু জিয়ার। জিয়া ৭৫ পরবর্তীতে আওয়ামীলীগকে পুন জন্মের ব্যবস্থা করেছে । একদলিও শাসন ব্যবস্থা বাতিল করে জিয়া দেশে বহুদলিও গনতন্ত্র চালু করে।
Like · Reply · September 14 at 11:01pm
Al Mamun Alamgirশেখ হাসিনা প্রধানমন্ত্রী এটার অবদান কেমনে জিয়া, জিয়ার কারনে তো শেখ হাসিনা দেশে আসতে পারে নাই। বরং জিয়ার পরিবারের আজকের অবস্থান, জিয়া সেনা শাসক, প্রেসিডেন্ট, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, স্বামী ফিরে পাওয়া এটা কার কারনে জাতি অবশ্যই ভূলে যায় নাই। এটা বঙ্গবন্ধুর অবদান।
Like · Reply · September 14 at 11:38pm
Sakib AhmedHasan Khaled শুনেন আবোল তাবোল বাদ দিন! খুনি জিয়া সংবিধানে ক্ষতবিক্ষত করছে বন্ধুকের নলে! তারা এই দেশে রাজাকারদের মন্ত্রি বানাইছে। মুক্তি দিছে। রাজাকারের দালালি ছাড়েন ।
Hasan Khaledআলামগির জিয়া না আসলে তো আওয়ামীলীগ আসতো না। বাকশাল হওয়ার পর আওয়ামীলীগ বিলুপ্ত হয়। আওয়ামীলীগ এসেছে বলেই বর্তমান আওয়ামীলীগ প্রধান দেশের প্রধানমন্ত্রী। জিয়াই শেখ হাসিনাকে দেশে এনেছে এবং বাড়ি ঘর বুঝিয়ে দিয়েছে। সাকিব আপনার ভাষা আমার সাথে বাহাস করার যোগ্যতা রাখে না। তাই আপনার সমালোচনার সাথে থাকব না। তারপরেও একটা জবাব দেই, জিয়া রাজাকারকে মন্ত্রী বানিয়েছে সত্য, আওয়ামীলীগ রাজাকারদেরকে নিয়ে এক মঞ্চে বসেছে এবং আত্মীয় বানিয়েছে। কেও কার থেকে কম যায় নাই। একই দোষে দুষ্ট তারা।
Like · Reply · Yesterday at 1:05am
Sakib Ahmedmittha rakhen apner joggotta niye prosno uthse .. awami league kono monche rajaker er shathe utheche dekhate perben mittha rakhen! r atiyo korse kake kothay !
Like · Reply · 23 hours ago
Hasan Khaledসত্য বলছি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হাসিনা নিজামী এক মঞ্চে বসে জন সভা করেছে ঢাকাতে। তখন তারা এক সাথে বি এন পি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। অগ্রজ বন্ধুদের কাছ থেকে ছবি নিয়ে নিবেন।সময় কাল ১৯৯৩ থেকে ১৯৯৬,তখন জামাত আওয়ামীলীগের মিত্র ছিল। আমি আপনার উত্তর দিলাম আপনাকে শিক্ষিত হওয়ার জন্য, কি ভাবে সমালোচনার জবাব দিতে হয় তা শেখার জন্য। প্রিয় সাকিব। আর আমার জগত হল সত্যের।
Like · Reply · 14 hrs
Sakib Ahmedek moche! mia rubbish mitthuk !
Like · Reply · 8 hrs
Hasan Khaledজানার চেষ্টা করেন। আপনার জ্ঞান কম, আর উত্তর দিব না।