সরকারী দল

28-01-2018 12:23:57 PM

দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেওয়া হবে না

newsImg

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেওয়া হবে না। দেশে উন্নয়নের রাজনীতি চালু হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে।

আজ শনিবার মতলব নিউ হোস্টেল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী আরো বলেন, কোন ইস্যুকে সামনে রেখে কোনো দল পুনরায় জ্বালাও-পোড়াও আর ভাঙ্গচুরের রাজনীতি চালু করলে তাদের প্রতিহত করা হবে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে গ্রামে গ্রামে নাগরিক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার প্রমুখ।