রাজধানী

20-01-2018 03:22:17 PM

বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

newsImg

নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এবার শেষ চারের লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফ বাহিনী। আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। কুইন্সটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়।

বাংলাদেশের সঙ্গে ‘সি’ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রেখেছে ইংলিশ শিবির। দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। কানাডার অর্জন ২। এক ম্যাচেও জেতেনি নামিবিয়া। দু’দলের সামনে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনাল চ্যালেঞ্জ।টুর্নামেন্টে ১৬ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চারটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে টিম প্রতিদ্বন্দ্বিতা করবে মূল আকর্ষণ সুপার লিগ কোয়ার্টার ফাইনালে। বাকিরা নেমে যাবে প্লেট লিগ বা প্লেট পর্বে।