রাজধানী

05-11-2017 04:10:22 PM

সিলেটকে ১৪৬ রানের টার্গেট দিল কুমিল্লা

newsImg

 সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি স্বাগতিকরা। শনিবার (০৪ নভেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই হট ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শুভসূচনা সিলেট সিক্সার্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৫ রান। এই ম্যাচে জয় পেতে হলে সিলেট সিক্সার্সকে করতে হবে ১৪৬ রান। রোববার (০৫ সভেম্বর) টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মোহাম্মদ নবীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন। বিপিএলের নতুন ভেন্যু সিলেটে নিজেদের অভিষেক ম্যাচেই দাপুটে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। তারকায় ঠাঁসা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে গতকাল ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে তারা। পরিসংখ্যানের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে জয় পেয়েছে দলটি। আজ তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষেও ছন্দ ধরে রাখতে চাইবে সুরমার তীরের দলটি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক, মোহাম্মদ সাইফুদ্দিন, রাশিদ খান, আরাফাত সানি, আলামিন হোসেন সিলেট সিক্সার্স: উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হোয়াইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কিত, ক্রিসমার সান্তোকি।