12-10-2017 01:45:26 AM
ক্ষমতাসীন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপ-কমিটিতে (২০১৬-১৯) স্থান পেয়েছেন রাজশাহী বিশ্বববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক।
সোমবার ৪৯ সদস্যের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপ-কমিটির একটি খসড়া তালিকায় তাদের নাম রয়েছে।
কমিটির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।
কমিটিতে পদ পাওয়া রাবির অন্য চার অধ্যাপক হলেন- সাবেক উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক এ পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম ও অধ্যাপক নাসিমা খাতুন। এ ছাড়াও কমিটিতে স্থান পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারজন উপাচার্য। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।
কমিটির চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক আবদুল খালেক আই-নিউজ২৪.কম কে জানান, আমাকে একটি খসড়া তালিকা করতে বলা হয়েছিল। তাই আমি তালিকা করে দিয়েছি। এটাই চূড়ান্ত নয়। কমিটিতে যাদের নাম রয়েছে তাদের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।