কেম্পাস

09-10-2017 12:28:26 AM

ইবিতে ভর্তির আবেদন শুরু ১৫ অক্টোবর

newsImg

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত তা চলবে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীকে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের (রকেট) মাধ্যমে ৫০০ টাকা ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।  

সূত্র আরও জানায়, ইবিতে এবার ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পঁচিশ (.২৫) নম্বর কাটা যাবে।

উল্লেখ্য, নতুন ৮টি বিভাগ চালু হওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে ২ হাজার ২৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।