06-03-2017 08:00:45 PM
মো: বদরুল আলম
বিকেবি, ফরাশগঞ্জ শাখা, ঢাকা।
স্বাধীনতা তুমি সোনালী রোদ মাখা ;----
সকালের হাস্যউজ্জ্বল ভূমিষ্ঠ শিশুর;------
আহলাদি চিৎকার।।
স্বাধীনতা তুমি রমনীর খোঁপায়
টকবগে লাল গোলাপ।।
স্বাধীনতা তুমি ষোল কোটি ---
বাঙ্গালীর স্বপ্নের ফসল।
স্বাধীনতা তুমি প্রেমিক-প্রেমিকার
যুদ্ধে জয়ী হওয়ার উজ্জ্বল স্বাক্ষর।।
স্বাধীনতা তুমি বিধবা মায়ের ;---
করুণ ইতিহাস।।
স্বাধীনতা তুমি বৃদ্ধ বাবার;---
লাল- সবুজের পতাকা হাতে বিজয়ী স্লোগান।।
স্বাধীনতা তুমি----
এই দেশ, এই মাটির অহংকারে ।।
স্বাধীনতা তুমি;-----
লক্ষ শহীদের রক্তের আঁকা একটি ছবি।।
স্বাধীনতা তুমি; দেশ প্রেমিকের;---
নিষ্পাপ ভালবাসা।।
স্বাধীনতা তুমি;---
স্বাধীনতা তুমি;
স্বাধীনতা তুমি।।