21-02-2017 11:06:15 AM

বেনাপোলে ‘ইয়াবা সম্রাট’কে গুলি করে হত্যা

newsImg

যশোরের বেনাপোল সীমান্তে সেলিম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত সেলিম ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত।আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বেনাপোল সীমান্তের সিড়কী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহত সেলিম এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ এক ডজনেরও বেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।