জেনে রাখুন

19-12-2016 10:45:06 AM

২০১৭ সাল সম্পর্কে যা বলেছেন নস্ত্রাদামুস

newsImg

আরও একটি নতুন বছর শুরুর দ্বারপ্রান্তে বিশ্ববাসী। আগামী বছরটি কার কেমন যাবে এখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। ২০১৭ সালটি ইতালির জন্য একেবারেই শুভ নয়। এই বছর ইতালির অর্থসংকট তীব্র আকার নেবে। বেকারত্ব বাড়বে। ব্যাংক ব্যবস্থা বিপর্যস্ত হবে এবং এর প্রভাব পড়বে বিশ্ব-অর্থনীতিতে।এই বছরে ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে। সুপার পাওয়ার হওয়ার পথে চীন আরও খানিকটা এগিয়ে যাবে। তার অর্থনৈতিক সমস্যাগুলিকে ঝেড়ে ফেলে চীন এই বছরেই বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।২০১৭-তেই শুরু হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ। এর পরের দু’বছরের মধ্যে চাঁদে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এই বছরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন শেষ হবে। উত্তরের সুপ্রিমো কিম জোং-উনের জন্য বছরটা খারাপ। এমনকি তার ক্ষমতাও চলে যেতে পারে।২০১৭ পরিবেশ দূষণ চূড়ান্ত রূপ নেবে। বিশ্ব উষ্ণায়ন এতটা তীব্র হবে যে, বিশ্বের বিভিন্ন স্থানে তা যুদ্ধ পরিস্থিতির আকৃতি নেবে। বিকল্প শক্তির সন্ধানে মানুষ আরও মনোযোগী হয়ে ২০১৭-এ। সৌরশক্তির ব্যবহার বিপুল পরিসরে বাড়বে।