18-12-2016 05:09:11 PM

সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

newsImg

সিরাজগঞ্জের রায়গঞ্জে দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে আব্দুল খালেক (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।রবিবার ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নুর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।নিহত বাস চালক খালেক সাভারের আমিন বাজারের আব্দুল মালেকের ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে বগুড়াগামী ওই বাসটি ঘটনাস্থলে পৌঁছলে লালমনিরহাট থেকে ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় খালেক ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।