প্রবাসী

18-12-2016 04:59:23 PM

ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের পিঠা উৎসব

newsImg

অত্যন্ত আনন্দ উদ্দীপনা আর স্কুলের ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ ও পরিবেশনায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইন্ক (বিসিসিডিআই) বাংলা স্কুলের বিজয় মেলা ও পিঠা উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'এসো আঁকি বিজয়ের রঙে' শীর্ষক বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করে বিসিসিডিআই পরিচালনা পর্ষদ।এরপর অনুষ্ঠানের মূল মঞ্চে বিসিসিডিআই সভাপতি সঞ্জয় বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের মূল অনুষ্ঠান ও পিঠা উৎসব। শতরূপা বড়ুয়ার গ্রন্থণা ও সারা তাম্মীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের মূল মঞ্চে শুরু দেশাত্মবোধক গানের দলীয় পরিবেশনা।  এরপর বাংলা স্কুল নৃত্য ও গীত শাখার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় 'সালাম সালাম হাজার সালাম'। এই পর্বের নাচ ও গানে অংশ নেয় অবন্তী, আংকি, অপসরা, আনন্দী, রানীতা, আনিতা, অহনা, তাসনুভা, সুস্ময়, ফারজান, রিদিতা, শ্রেয়সী, বীজন, কৌশিক, প্রিয়াংকা বোস ও তার দল।  অনুষ্ঠানে স্মৃতিসৌধ রেপ্লিকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপস্থিত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে র‌্যাফেল ড্র, পিঠা প্রতিযোগিতয়ি বিজয়ী এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।