আন্তরজাতিক রাজনীতি

17-12-2016 01:06:38 PM

এবার ট্রাম্পের নজর ‘র‍্যাম্বো’র দিকে!

newsImg

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র দক্ষ কূটনীতিকদের ওপর ভরসা করতে চাচ্ছেন না। তাই তিনি এবার ‘‌র‌্যাম্বো’‌ খ্যাত সিলভেস্টার স্ট্যালোনের শরণাপন্ন হয়েছেন।জানা গেছে, বিশ্ববিখ্যাত অ্যাকশন ফিল্ম সিরিজ ‌‘‌র‌্যাম্বো’‌ ছবির নায়ক সিলভেস্টার স্ট্যালোনকে নিজের সরকারের সংস্কৃতি বিভাগের কোনও গুরুত্বপূর্ণ পদে দেখতে চান ট্রাম্প। মনে করা হচ্ছে, স্ট্যালোনও সম্ভবত এই প্রস্তাব ফেরাবেন না। আর তার পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত স্ট্যালোন এবং ট্রাম্পের বন্ধুত্বের বয়স দু’‌দশকেরও বেশি। দ্বিতীয়ত বলিউড তারকা নিজেই তারই সতীর্থ আর্নল্ড সোয়ার্জনিগারের দেখানো পথে হেঁটে অভিনয় থেকে রাজনীতির জগতে পা রাখার ব্যাপার উৎসাহ দেখিয়েছিলেন।রাজনীতির জগতে পা রাখার বিষয়টা নিয়ে যে নিজের স্ত্রীর সঙ্গেও আলোচনা করেছিলেন স্ট্যালোন। যদিও তার স্ত্রীর এতে সম্মতি মেলেনি। এখন স্ত্রীর আপত্তি নাকি পুরনো বন্ধু ট্রাম্পের অনুরোধ— কোনটাকে স্ট্যালোন গুরুত্ব দেন, সেটাই এখন দেখার বিষয়।