আন্তরজাতিক রাজনীতি

17-12-2016 11:05:01 AM

হত্যার কথা স্বীকার করলেন দুতার্তে!

newsImg

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, আমি নিজ হাতে তিনজনকে হত্যা করেছি। আমার আগ্নেয়াস্ত্র থেকে কতটি গুলি তাদের শরীরে বিধেঁছে, তা এখন আমার মনে নেই। তবে আমি হত্যার কথা স্বীকার করছি। এটা নিয়ে আমি কখনো মিথ্যা বলতে পারি না। দাভাও-এর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আমি এ কাজ করেছি। গত শুক্রবার বিবিসিকে এক সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।এদেকে দেশটির প্রেসিডেন্ট প্যালেসে দুতার্তে মানুষ হত্যার কথা স্বীকার করার পরপরই সমালোচনা ঝড় বহে যায়। গত শুক্রবারের স্বীকারোক্তির কিছুক্ষণ আগেও তার এক মুখপাত্র দুতার্তের নিজ হাতে মানুষ হত্যা করার বিষয়টি অস্বীকার করে আসছিল। ২০১৫ সালে দেশটির দাভাও-এর মেয়র থাকাকালীন সময়ে তিনজনকে হত্যার কথা স্বীকার করে তিনি বলেছিলেন, যাদের হত্যা করেছি তারা অপহরণ ও ধর্ষণের সাথে জড়িত ছিল।