17-12-2016 11:02:12 AM

সাতক্ষীরায় নিখোঁজ ছাত্রের গলিত লাশ উদ্ধার

newsImg

সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর একটি পুকুর থেকে কলেজছাত্র গৌতমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহদেবনগর গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত গৌতম সরকার সাতক্ষীরার সীমান্ত কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার ঘোনা ইউপি সদস্য গনেশ সরকারের ছেলে।পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা গৌতম সরকারকে টেলিফোনে ডেকে নেয়। পরে মোবাইল ফোনের মাধ্যমে গৌতমের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তাদের কথা মতো গৌতমের বাবা টাকা নিয়ে বিভিন্ন স্থানে রেখেও ছেলেকে উদ্ধারে ব্যর্থ হন।এ ঘটনায় জড়িত সন্দেহে ভাড়খালি গ্রামের নাজমুল হাসান নামে একজনকে গ্রেফতার করলে বেরিয়ে আসে ঘটনার রহস্য। তার স্বীকারোক্তি অনুযায়ী গৌতমের গলিত লাশ উদ্ধার করা হয়।  সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, গৌতম হত্যার সঙ্গে জড়িত শাহাদাত, সাজু ও মনিরুল সানা নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।