আন্তরজাতিক রাজনীতি

15-12-2016 03:42:28 PM

ইয়েমেনে ১১টি জবাই করা লাশ উদ্ধার

newsImg

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী অ্যাডেনে একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল থেকে ১১টি জবাই করা লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে ইয়েমেনের পুলিশ।বুধবার খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মৃতদেহগুলো মঙ্গলবার নগরীর পশ্চিমাঞ্চলীয় শহরতলীতে অবস্থিত আল-হিসওয়া প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এদের এক মাসেরও বেশি সময় আগে হত্যা করা হয়েছে।ওই কর্মকর্তা আরও জানান, ‘লাশগুলোতে পচন ধরেছে এবং তাদের জবাই করে ফেলা হয়েছে।’অ্যাডেন ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সদর দফতর। কিন্তু এ সরকারের বাহিনী আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর উপর্যুপরি হামলা থেকে নগরীকে সুরক্ষিত রাখতে হিমশিম খাচ্ছে। গত বছরের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করা সত্ত্বেও শিয়া বিদ্রোহী ও তাদের মিত্ররা এখনো ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরের অধিকাংশ স্থানের নিয়ন্ত্রণে রয়েছে।অ্যাডেনে নিরাপত্তাহীনতার কারণে গত সেপ্টেম্বের অ্যাডেনে ঘাঁটি করার আগ পর্যন্ত পার্শ্ববর্তী সৌদি আরব থেকেই প্রায় একবছর যাবত সরকারী কার্যকলাপ পরিচালনা করতে হয়।