বিজ্ঞান / আবিস্কার

15-12-2016 09:26:19 AM

ভারতে ‘পোকেমন গো’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ!

newsImg

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া পোকেমন ‘গো’ এবার দক্ষিণ এশিয়াতেও চালু হলো। সম্প্রতি ভারতের পোকেমন গেমের নির্মাতারা একটি ব্লগ পোস্টে জানিয়েছে, এখন থেকে অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে ডাউনলোড করে খেলা যাবে পোকেমন গো।ভারতবাসী ছাড়াও পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বাংলাদেশের ইউজাররা আনুষ্ঠানিকভাবে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন। নির্মাতারা জানিয়েছে, ভারতে গেমটি লঞ্চ করার আগে বেশ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হয়েছে। গেমটির সাইজ ৮৬.৬১ এমবি।জানা যায়, ১৯৯০-এর শেষের দিকে ও ২০০০ সালের দিকে পোকেমন কার্টুন ও খেলনায় পুরো বিশ্ব মজে ছিল। সেই জনপ্রিয় কার্টুন চরিত্রই ফের নতুন করে হাজির হয়েছে ভারতের Nintendo-র হাত ধরে। Pokemon Go এমন একটি গেম, যেটি খেলা যায় স্মার্টফোনে। iOS ও Android ইউজাররা এই গেম খেলতে পারবেন। ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর এই গেমে বাস্তবের দুনিয়া থেকে আপনাকে পোকেমনের চরিত্রগুলি সংগ্রহ করে রেড, ব্লু বা ইয়েলো টিমে যোগ দিয়ে অন্যদের সঙ্গে লড়াই করতে হবে। ধাপে ধাপে আরও শক্তিশালী হবে আপনার পোকেমন চরিত্রটি।তবে এই গেমের জনপ্রিয়তার মূল কারণ হল, এটি একটি augmented reality নির্ভর গেম। মোবাইলের লোকেশন ও ইন্টারনেট কানেকশন চালু রাখলে আপনি রাস্তাঘাটে পোকেমন চরিত্র খুঁজে পাবেন। এখনো অ্যান্ড্রয়েড মার্কেটে অন্যতম জনপ্রিয় গেম হল পোকেমন। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের চেয়েও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে পোকেমন গো'র। বিশ্বজুড়ে পোকেমন ফ্যানরা পার্কে-শপিং মলে পোকেমন খুঁজে বেড়াচ্ছেন। বেড়েছে পথ দুর্ঘটনা। গাড়ি-ঘোড়া দেখে পোকেমন খুঁজে বেড়ানোর জন্য বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে। এতদিন ভারতে অফিসিয়ালি পোকেমন গো রিলিজ না করলেও বহু ইউজারই এপিকে ফাইল ডাউনলোড করে পোকেমন খেলা শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন থেকে গুগল প্লে-তে আনুষ্ঠানিকভাবে মিলবে এই গেম। তাহলে আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন পোকেমন ধরতে।