আন্তরজাতিক রাজনীতি

14-12-2016 09:46:37 PM

সুস্থ হয়ে উঠছেন সুষমা স্বরাজ

newsImg

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ (৬৪)। গতকাল মঙ্গলবারই সুষমা স্বরাজকে দিল্লির অল ইন্ডিয়া ইনন্সিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর এইমস হাসপাতলে তার সফল কিডনি প্রতিস্থাপন হয়। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পরই সংক্রমণের আশঙ্কায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।বুধবার এইমস'র ডিরেক্টর ডা. এম.সি.মিশ্র জানান, ‘পররাষ্ট্রমন্ত্রীকে আইসিইউ থেকে কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার দিকে সার্বক্ষণিক নজর রাখছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। সুষমাকে কিডনি দানকারী ওই নারীকেও শিগগির ছেড়ে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হাসপাতালের ডিরেক্টর।