14-12-2016 11:09:43 AM

হালুয়াঘাটে বিজিবি সদস্যদের পিটিয়েছে সন্ত্রাসীরা

newsImg

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী সূর্যপুর এলাকায় গরু পাচারকারীকে আটক করে নিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধর করে পাচারকারীকে এলাকার লোকজন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ৩ জন বিজিবি সদস্য আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত বিজিবি সদস্যদের মধ্যে সিপাহী রুইতি মার্মা (৩৫) ও সিপাহী উজ্জল মিয়া (২৪) কে হাসপাতালে ভর্তি এবং হাবিলদার রতন মিয়াকে (৪৬) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।এ ঘটনায় সূর্যপুর বিজিপির হাবিলদার রতন বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।