আন্তরজাতিক রাজনীতি

14-12-2016 10:43:46 AM

জনগণের সরাসরি ভোটে হিলারি এগিয়ে

newsImg

জনগণের সরাসরি ভোটে (পপুলার ভোটে) আরও এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। সর্বশেষ তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন সাবেক এ ফার্স্ট লেডি।এর আগে ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে জর্জ ডব্লিউ বুশের চেয়ে আল গোর প্রায় সাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে ছিলেন। হিলারির এগিয়ে থাকার এ ভোটের সংখ্যা ওই সময়ের চেয়ে পাঁচগুণ বেশি বলে জানা গেছে।  উল্লেখ্য, স্থানীয় সময় গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে হিলারি ২৩২টি ইলেক্টোরাল ভোট পায়।