13-12-2016 01:18:36 PM
উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা'র (ফোবানা) ৩১তম সম্মেলনের আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে।আগামী বছরের অক্টোবরের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনের এবারের আয়োজক 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা'।৮ ডিসেম্বর বৃহষ্পতিবার ফ্লোরিডার মায়ামী শহরের একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমরান। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ এমরানকে সভাপতি, এম রহমান জহিরকে আহ্বায়ক, আরিফ আহমেদকে সদস্য সচিব, আতিকুর রহমানকে প্রধান সমন্বয়কারী ও আব্দুল ওয়াহেদ মাহফুজকে প্রধান উপদেষ্টা করে ৩১তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি ঘোষণা করা হয়।সভায় ৩১তম ফোবানা সম্মেলনের ভেন্যু হিসাবে মায়ামি ডাউন টাউনে হায়াত রিজেন্সি হোটেল চুড়ান্ত করা হয়েছে বলেও জানানো হয়। প্রস্তুতি সভায় বাংলা ভাষা ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি কানাডা ও আমেরিকায় বড় হওয়া নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আগামী অক্টোবরে 'ফোবানা'র ৩১তম সম্মেলনটি হবে ফ্লোরিডায় সংগঠনটির দ্বিতীয়বারের মত সম্মেলন। এর আগে ১৯৯৬ সালে ফ্লোরিডার মায়ামিতে আরেকটি সম্মেলন হয়েছিল।৩১ তম সম্মেলনের পূর্ণাঙ্গ আয়োজক কমিটিপ্রেসিডেন্ট মোহাম্মদ এমরান, কনভেনর এম রহমান জহির ও প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান। মেম্বার সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ, চিফ কন্সালট্যান্ট বেদারুল ইসলাম বাবলা এবং প্রধান পৃষ্ঠপোষক নওশাদ চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর রানা হক, এক্সিকিউটিভ কো-কনভেনর ওসমান চৌধুরী অপু ও এমরানুল হক চাকলাদার, সিনিয়র এক্সিকিউটিভ সেক্রেটারি-ফারুক সরকার, এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ শাহেদ। কো-কনভেনর নাজমুন মাহফুজ, আজম চৌধুরী, এ কে এম হোসেন হিটু, মোহাম্মদ মুজিবউদ্দিন, সরকার হারুন, মো. আলমগীর কবীর ও দুলু ভুইয়া।সহকারী মেম্বার সেক্রেটারি রফিকুল ইসলাম এবং মাহাবুব সাঈদ, কালচারাল চেয়ারপার্সন এ বি এম গোলাম মোস্তফা। কালচারাল কো-অর্ডিনেটর এ এল আলম জনি, ইশতিয়াক আহমেদ সিদ্দিক এবং ইভানা মিয়া। চিল্ড্রেন প্রোগ্রাম চেয়ারপার্সন জাকিয়া সুলতানা চিত্রা, সমন্বয়কারী রুবি আওলাদ এবং রিমা আহমেদ।রেজিস্ট্রেশন চেয়ারপার্সন তামান্না আহমেদ, সমন্বয়কারী রুবাইয়া বেগম রানু এবং শাহরিন ইসলাম বৃষ্টি। ইন্টারস্টেট লিয়াজো চেয়ারপার্সন শরাফত হোসেন বাবু, সমন্বয়কারী অসীম রায় এবং উত্তম দে। সেমিনার চেয়ারপার্সন রোকশানা শরিফা এ্যানী, উপদেষ্টা সুলতান এস আহমেদ, কেয়া রোজারিও এবং সামিরা আব্বাসী। লিগ্যাল কমিটির চেয়ারপার্সন নূসরাত মনসুর এস্কোয়ার, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারপার্সন মাজহারুল ইসলাম।মিডিয়া চেয়ারপার্সন শিব্বীর আহমেদ, সমন্বয়কারী সুকুমার সরকার, হেমায়েত হোসেন, আবির আলমগীর, আকবর হায়দার কিরন এবং নিহার সিদ্দিকী। প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে চেয়ারপার্সন কামাল হোসেন, সমন্বয়কারী হাফিজুর রহমান। কাব্য জলসা চেয়ারপার্সন লায়লা হারুন, সমন্বয়কারী সোহেলী সুলতানা এবং নাসরীন হক। লিটারেচার চেয়ারপার্সন জাহানারা খান বীনা। ইনফরমেশন অ্যান্ড কম্যুনিকেশন্স চেয়ারপার্সন ইফতেখার সি রিঙ্কো, সমন্বয়কারী দীপু এবং সাঈদ মাহবুব।নারী বিষয়ক চেয়ারপার্সন মেহরিন রহমান, রিসিপশন চেয়ারপার্সন এ ওয়ালি দেওয়ান, স্টেজ অ্যান্ড ডেকরেশন চেয়ারপার্সন হাসান আইয়ুব ও সমন্বয়কারী সিরাজুল ইসলাম তালুকদার। সোস্যাল মিডিয়া চেয়ারপার্সন সৈয়দ হারুন, সমন্বয়কারী হাফিজুর রহমান এবং এ কে এম আওলাদ হোসেন। ভলান্টিয়ার চেয়ারপার্সন মোহাম্মদ আইয়ুব ও সমন্বয়কারী কুতুবউদ্দিন এবং মো. আনোয়ার হোসেন। ম্যাগাজিন চেয়ারপার্সন রফিকুল হক, উপদেষ্টা মাহবুবুর রহমান, বিজনেস অ্যাফেয়ার্স চেয়ারপার্সন হেলাল আহমেদ, ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট চেয়ারপার্সন মো. মহসিন রহমান।হোটেল অ্যাকোমোডেটশন চেয়ারপার্সন কবীর চৌধুরী তুহিন, সমন্বয়কারী হাবিবউল্লাহ এবং মঈন। ইয়ুথ ফোরাম চেয়ারপার্সন আর্শি আওলাদ, সমন্বয়কারী আশিকুর রহমান, মাইশা আহমেদ, ইষিতা হক ও নাতিফা নাহার। পাবলিক রিলেশন্স চেয়ারপার্সন নাজিম উদ্দিন, কম্যুনিটি অ্যাফেয়ার্স চেয়ারপার্সন কামালউদ্দিন ভূইয়া এবং সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গির ও বিন্তু খান। স্টল অ্যান্ড বুথ চেয়ারপার্সন রেজাউল ইসলাম, ট্র্যান্সপোর্ট কম্যুনিকেশন্স চেয়ারপার্সন মিয়া মাসুদ এবং সমন্বয়কারী আবু টি খান। স্কলারশিপ কমিটি চেয়ারপার্সন সৈয়দ জুনায়েদ।