শেয়ার বাজার

11-12-2016 04:08:41 PM

ড্রাগন সোয়েটারের ৭৮ শতাংশ দর বাড়ার নেই

newsImg

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড সম্প্রতি অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে । ডিএসই সূতে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৮ ডিসেম্বর কোম্পানিটির কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। জবাবে দর বাড়ার পেছনে কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ নভেম্বর থেকে ড্রাগন সোয়েটারের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯.৪০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৬.৭০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।