বানিজ্য

06-12-2016 11:10:12 AM

৬ ডিসেম্বর ৪ কোম্পানির লেনদেন শুরু

newsImg

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন আগামীকাল মঙ্গলবার চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, তাল্লু স্পিনিং, বঙ্গজ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা গতকাল শেষ হয়।