05-12-2016 01:02:13 PM
প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাদের বেধম প্রহারে আহত ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের ৯ কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব।রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহয়তাও প্রদান করেন। সুস্থ হয়ে না উঠা পর্যন্ত চিকিৎসার সকল খরচ চালিয়ে যাবেন এবং আহতদের পাশে থাকবেন বলেও অঙ্গীকার করেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব। এ সময় তিনি অপরাধীদের যথাযথ বিচার করা হবে বলেও কথা দেন।জানা যায়, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করায় ময়মনসিংহে মেডিকেল কলেজ ছাত্রলীগের নয় কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করে নবগঠিত কমিটির নেতারা। শুক্রবার গভীররাতে বাঘমারাস্থ মেডিকেল কলেজ হোস্টেল কক্ষে আটকে রেখে এ মারপিট করা হয়। পরে শনিবার ভোরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ আহত কলেজ ছাত্র স্বপন, ওয়াকিল, মহিদুল, চন্দন, মাহাবুব, মঈন, শাহীন, হাফিজ ও সুমনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।আহত ছাত্রলীগ কর্মীরা জানায় ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের না জানিয়ে দোয়া মাহফিল করায় নবগঠিত কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্নি চিকিৎসক মেহেদী হাসান কবীর, সহ-সভাপতি সম্পদ দত্ত সৈকতের নেতৃত্বে ক্ষুদ্ধ নেতারা তাদের ৯ জনকে স্ট্যাম দিয়ে পিটিয়ে আহত করেছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, বিষয়টি কলেজ অধ্যক্ষ দেখছেন।