04-12-2016 05:13:23 PM
বরিশালে একটি অস্ত্র মামলায় শাজাহান ফকির নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে মুলাদী থানা পুলিশ। রবিবার তাকে বরিশালে আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। শাজাহান ফকির বরিশালের মুলাদী উপজেলার কায়েতমারা গ্রামের আফাজউদ্দিন ফকিরের ছেলে।মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, ১৯৯১ সালে শাজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় তার অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। পলাতক থাকায় শাজাহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাজাপ্রাপ্ত আসামি শাজাহান রাজধানীর কেরানীগঞ্জে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানা পুলিশের একটি দল গত শনিবার বিকেলে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।এরপর লঞ্চযোগে তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে শাজাহান ফকির কিছুটা অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য রবিবার সকালে তাকে মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। এরপর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক শাজাহানকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।