জনগণ / তত্তাবদায়ক সরকার

03-12-2016 01:04:20 PM

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

newsImg

সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রাম থেকে অর্চনা রানী সরকার (২২) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এনায়েতপুরের খামারগ্রামের কালীবাড়ী এলাকার নিজ বাড়ী তেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।  অর্চনা রানী ওই এলাকার মানিক সরকারের স্ত্রী ও দৌলতপুর ডিগ্রী কলেজের বি.এ শেষ বর্ষের ছাত্রী।এনায়েতপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম জানান, প্রায় তিন বছর আগে মানিক সরকারের সাথে অর্চনা রানী সরকারের বিয়ে হয়। স্বামী ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করার সুবাধে ঢাকায় থাকতেন। আর অর্চনা দৌলতপুর ডিগ্রী কলেজে লেখা পড়া করত। তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। মাঝে-মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শনিবার ভোররাতে শিশুটি কান্না করায় স্বজনরা ডাকাডাকি করার এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে অর্চনাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।তিনি আরও জানান, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।