30-11-2016 12:03:15 PM
পটুয়াখালীর কলাপড়া উপজেলার দেবপুর গ্রামে বসত বাড়ি, কবরস্থানসহ তিন ফসলি কৃষি জমিতে বেসরকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ কেন্দ্র নির্মান করার পরিকল্পনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে সেখানকার কয়েক হাজার গ্রামবাসী। ভূক্তভোগী এলাকাবাসী সমস্যা সমাধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় প্রতিদিনই সভা সমাবেশসহ মানববন্ধন ও অনশন কর্মসূচী পালন করছেন।
চম্পপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, পুরো অঞ্চলের মানুষ কৃষি নির্ভর। এসব তিন ফসলি জমি যদি তাদের হাত ছাড়া হয়ে যায় তবে পূরো অঞ্চলের মানুষ খাদ্য সংকটে পরবে। হুমকির মুখে পরতে পারে তাদের আগামী প্রজন্ম।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য ইতিমধ্যে নৌ কল্যান সংস্থা ৫০০ একর, সেনা কল্যান সংস্থা ৭০০ একর, আশুগজ্ঞ পাওয়ার স্ট্রেশন ১ হাজার একর, রুরাল পাওয়ার ১ হাজার একর, নর্থ ওয়েস্ট ১ হাজার একর জমি অধিগ্রহন প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী সমাস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে সরকারী ও বেসরকারী পর্যায়ে আলোচনা করে এর সমাধান করা হোক।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তিন ফসলি জমিতে কোন বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হবে না। এমন কথায় ভরশা রেখে তার হস্তক্ষেপ কামনা করছে উপকূলের কৃষি নির্ভর এ এলাকার কৃষকরা।