রূপচর্চা

26-11-2016 12:41:50 PM

শীতকালে ব্রণ থেকে দূরে থাকতে করণীয়

newsImg

শীতে শরীর শুষ্ক হয়ে ওঠে। এসময় পানির অপর্যাপ্ততার কারণে ব্রণ বেড়ে যায়। শীতকালে ব্রণ থেকে দূরে থাকতে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া খুব জরুরি। ঠাণ্ডায় কষ্ট হলেও ব্রণ এড়াতে নিয়ম করে মুখ পরিষ্কার করতে হবে। শীতকালে মুখ ধুয়ে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক আর্দ্র রাখা। ত্বক এই সময় বেশি রুক্ষ হয়ে যায়, তাই ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ফ্রুট প্যাক জাতীয় মিশ্রণ ব্যবহার করলে ভালো। এটা ত্বককে সতেজ রাখে। ‌শীতকালে সপ্তাহে একদিন স্ক্রাব করুন। এতেও ত্বক আর্দ্র থাকবে, ব্রণ কম হবে। কারণ রুক্ষ ত্বকে ব্রণ বেশি হয়।