রাশিফল

26-11-2016 10:43:58 AM

কেমন যাবে আপনার আজকের দিনটি

newsImg

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : অনেকদিন ধরে যে কষ্ট করে চলেছেন তার সমাধান আজই পেয়ে যাবেন। আস্তে আস্তে কমতে থাকবে পরিবারের আর্থিক সঙ্কট। বন্ধুদের দেয়া ধারের অর্থ আজ ফেরত পাওয়ার সম্ভবনা রয়েছে। প্রেমযোগ শুভ রয়েছে। তাই মনের মানুষটিকে কিভাবে খুশি করা যায় তা জানতে চোখ বুলাতে পারেন স্বাধীনবাংলা২৪.কম এর লাইফস্টাল বিভাবেগ। যা দেখতে এতোদিন দূরবীনে চোখ রাখতে হতো তা আজ সামনেই হাজির হবে। শুধু দরকার উপযুক্ততা বোঝা।

বৃষ (এপ্রিল ২০-মে ২০) : ভাটা পড়েছে বৃষের সৃজনশীলতায়, তবে সৃষ্টিশীলতা শিথিল হয়নি। পরিবেশ বদলের কারণে আজ আপনার মনে বান ডেকে যাবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকে কোনো সন্দেহ পোষণ করে থাকলে বিদায় করে দিন। আপাতত বৃষ জাতক-জাতিকার কারো বেকারত্বের খারাপ সময় গেলেও ধৈর্য রাখুন। শিগগিরই কেটে যাবে সব সমস্যা। অর্থভাগ্য মোটের ওপর মন্দ নয়।

মিথুন (মে ২১-জুন ২০) : আজ সরাসরি কাজে লেগে যাবে গুরুস্থানীয় কারো উপদেশ। অভিমান জমে থাকা প্রেমে কমে আসবে দূরত্ব। মাথামোটা লোকটা ঘুরঘুর করবে আশেপাশে। অর্থভাগ্য মোটামুটি ভালো। উপহার পেতে কার না ভালো লাগে, আপনিও পাবেন। সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে যান। সময়টা ভালো কাটবে।

কর্কট (জুন ২১-জুলাই ২২) : প্রথমত আজ আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারলে আজ আপনি লাভবান হবেন। সকালের সোনারোদ উজ্জ্বল করে দেবে আপনার সব স্বপ্ন। দিনের মধ্যভাগে ব্যবসায়িদের আয় রোজগার বাড়বে। অফিসে কাজের প্রচণ্ড চাপ বাড়বে। এছাড়া অফিসে উল্লেখযোগ্য কিছু নেই। দাম্পত্য জীবন অভাব অনটনহীন ভালোই কাটবে। জাতকদের কারো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেষরাতে বিয়ে গড়ালে বৃষ্টির কবলে পড়তে পারেন। তাই বলছি আজ স্বাধীনবাংলা২৪.কম এর আবহাওয়া বিভাগে ভালো করে চোখ রাখুন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : শুরুটা যেমনই হোক এগিয়ে যান পুরো উদ্যামে। নিশ্চয় শেষে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। শারীরিক কোনো বৈশিষ্ট্যের কারণে আলোচিত হতে পারেন। কাজের ক্ষেত্রে প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করুন। অর্থকড়ির আভাস স্পষ্ট। প্রেমিকার মান ভাঙাতে সরি বলায় দোষ কি? পরিবারের সবার কাছে সমাদর পাবেন।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : কন্যার জাতক জাতিকার জন্য দিনটি বেশ সুখেই কাটবে। যেখানেই যান, আপনাকে ঘিরে উৎসব আমেজ বিরাজ করবে। প্রেমে গোলযোগ, সামান্য ঝাপটায় সমাধান। দারুণ এক চা-সন্ধ্যার জন্য অপেক্ষা করতে থাকুন। নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাগ্য পর্যাপ্ত অনুকূল।

 

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : তুলার সময়টা আজ ভালোই কাটবে। এটাকে কাজে লাগান। ভালোবাসার মানুষের জন্যে বুকের মধ্যে হু হু করতে থাকবে। বেকারদের জন্য নতুন বছরে আসছে নতুন কোনো খবর। তাই এখন থেকেই চাকরির খোঁজ রাখতে সব সময় স্বাধীনবাংলা২৪.কম এর চাকরির পাতায় চোখ রাখুন। দূরযাত্রা শুভ।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : সৃজনশীল বৃশ্চিকের জন্যে কাছের মানুষের দীর্ঘশ্বাসের অন্ত নেই। তবে শেষটায় এদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হতে দেখা যায়। বৃশ্চিকের সৌভাগ্যের মুকুটে নতুন পালক যুক্ত করতে পারে বিপরীত লিঙ্গের ঘনিষ্ট বন্ধুদের কেউ। দূরের যাত্রা শুভ।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে যান। সময়টা ভালই কাটবে। বন্ধুদের আসরে আজ আপনাকে সঙ বানানো হবে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়ে যাবে। শিক্ষাখাতে অর্থ খরচ হয়ে যাবে। ঘটবে না অস্বস্তিকর কোনো ঘটনা। কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবে। অর্থের প্রতি কোনো কারণে দুর্বার আকর্ষণ জন্ম নিতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। আপনার গ্রহ বলছে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শারীরিক অবস্থা মিশ্র থাকবে। আপনি যেমন প্রতিদিন প্রেমে পড়েন তেমনি আজ প্রেমে পড়বেন। প্রেম করুন অবিরত, আনন্দে থাকুন প্রাণভরে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : নিজেকে আজ নেতা নেতা মনে হবে। সঙ্গবদ্ধ মানুষ দেখলেই বয়ান দিতে ইচ্ছে করবে। পেছনে চ্যালা প্যালাও জুটে যাবে। এর মাধ্যমেই হয়তো কিছু অর্থকড়ি জুটে যাবে ভাগ্যে। বিপদ বলে আজকের দিনে কিছু নেই, তবে বাসায় দীর্ঘদিন অবস্থান নিবে এমন আত্মীয় চলে আসতে পারে। ভ্রমণে স্বস্তি আসবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : আপনার কাছ থেকে আরও মনোযোগ আশা করছে নতুন ব্যবসাটা। ফাঁদে ফেলতে পারে কাছের বন্ধুদের কেউ। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা। উচ্চশিক্ষা লাভের সুযোগ পেয়ে যাবেন চেষ্টারত বেকাররা।