24-11-2016 03:45:30 PM

বরিশাল ৪৯ করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা

newsImg

বরিশাল বিভাগের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের বরিশাল কর অঞ্চল নগরীর বান্দ রোডের হোটেল গ্রান্ড পার্কের বলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বরিশাল অঞ্চলের কর কমিশনার জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে দীর্ঘমেয়াদী কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী পুরুষ, সর্বোচ্চ কর প্রদানকারী নারী এবং সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ ক্যাটাগরিতে বরিশালের করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা।