24-11-2016 03:36:52 PM

লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

newsImg

ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চের স্টাফ কেবিন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম। এদিকে, লাশ উদ্ধারের পর ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আ. রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ, অফিসার ইনচার্জ মাহে আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও লঞ্চের সুপারভাইজার মিলন জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চে স্বামী-স্ত্রী পরিচয়ে দিয়ে তিনজন লঞ্চের তিন তলার দুই বেডের একটি মাস্টার কেবিন ভাড়া নেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চটি ঝালকাঠি ঘাটে আসলে সকাল ৯টার সময় কেবিন বয় ওই তিন যাত্রীর কাছে কেবিনের চাবি চাইতে গেলে বাহির থেকে তালা বদ্ধ দেখতে পায়। পরে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এসআই আ. হালিম তালুকদার জানায়, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম জানান, আজ সকালে সুন্দরবন-৬ লঞ্চ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে সঙ্গীরা পালিয়ে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।