রাশিফল

09-11-2016 11:21:00 AM

রাশিফলের পুর্বাভাসে যেমন কাটতে পারে দিনটি আপনার !

newsImg

আজ : বুধবার, ৯ই নভেম্বর, ২০১৬ ইং, ৭ই সফর, ১৪৩৮ হিজরী, রাশিফলের পুর্বাভাসে যেমন কাটতে পারে দিনটি আপনার !মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) :

এতদিন ধরে যে ভাবনাটা আপনাকে বিষিয়ে তুলেছে সেটা আরো শক্তিশালি হবে। সাময়িক বিচ্ছেদ চলবে মনের মানুষের সঙ্গে। ঝুর ঝুর ঝরে যাবে কামনার ফুল। ক্ষণিকের মধ্যে শুকিয়ে কাঠ হবে। আর্থিক যোগ ভাবিয়ে তুলবে। নিজেকে অরক্ষিতও ভাবতে পারেন। বন্ধুদের সঙ্গও আজ মন ভেজাতে পারবে না। তবে সব সুখের হাসি অপেক্ষা করছে বিকেলটাতে। সন্ধ্যায় কেটে যেতে সব অস্থিরতা। দূরযাত্রায় থাকলে কোনো অস্থিরতা আপনার কাছে ভিড়তে পারবে না। তাই সিদ্ধান্ত যা নেয়ার দিনের প্রথম আলোতেই নিতে হবে।

বৃষ (এপ্রিল ২০-মে ২০) :

আপনি কি নিয়মকরে হাঁটেন বা ব্যায়াম করেন? যদি অভ্যাস থাকে তবে অবশ্যই আজ পায়ের ব্যায়ামের দিকে নজর দিন। আজকের দিনে পছন্দের পোশাকটি গায়ে চাপিয়ে নিতে ইচ্ছা করবে খুব। আজ উচ্ছ্বসিত প্রশংসা পাবেন কাছের মানুষের কাছে। পেয়ে যেতে পারেন পছন্দের কোনো উপহার। কর্মক্ষেত্রের পরিবেশ আপনার পক্ষে থাকবে। বেকারদের কারো ব্যবসায় কর্মসংস্থান হবে।

মিথুন (মে ২১-জুন ২০) :

প্রিয় কোনো গন্ধ নাকে ভেসে আসবে। যে গন্ধের সঙ্গে মিশে আছে সুখের কোনো স্মৃতি। কাছের কারো সঙ্গে অভিমানী আবহাওয়া কেটে রোদের ঝিলিক দেখা দিতে পারে। স্রোতের বেগে ফুরিয়ে যাবে হাতের টাকা। বেতনের বেশ বাকি, তাই খরচে লাগাম দিন এখনি। কর্মক্ষেত্রে প্রশংসা কিনতে স্বর্ণের দাম খোয়াতে হয়, তাই ওসব নিয়ে চিন্তা বাদ দিন। বেকারদের কারো জন্য দিনটি বিশিষ্টতা পাবে।

কর্কট (জুন ২১-জুলাই ২২) :

সামান্য ভুলে চারপাশে যে সাড়া পড়ে, ভালোতে সে পরিমাণ পড়ে না। দোরঘণ্টির শব্দে ঘুম ভাঙবে নিশ্চিত। বিরক্তির সঙ্গে দরজা খুলতেই লজ্জা পেতে পারেন। কারণ সামনে উপস্থিত হতে পারে এমন কেউ, যাকে দেখে এক ঝলক হাসি আঠা দিয়ে মুখে লাগাতে ব্যস্ত থাকেন। তাই সাবধান কর্কট মশাই। অর্থযোগ ভালোই। বেকারদের কারো চাকরির খবর আসতে পারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) :

বিয়ে নিয়ে তোলপাড় শুরু হবে সিংহ রাশির জাতক জাতিকার কারো বাড়িতে। টানটান উত্তেজনায় কাটবে দিনের প্রথম ভাগে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে আরও অনেক বেশি। আজকের দিনে বিশিষ্ট কারো সঙ্গে বন্ধুত্ব গাঢ় হবে। পরিবারের দেয়া কাজের দায়িত্ব বেশ ব্যস্ত রাখবে দিনের শেষ ভাগটাই। দূরযাত্রায় সাবধানতা আবশ্যক।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) :

নেতিবাচক মন্তব্যে পড়ে যাবেন কাছের কোনো বন্ধুর কাছে। সামলে চলতে হবে নিজেকে, কারণ যোগ্যতা চাপা থাকার জিনিস নয়। কাজের ফাঁকে বেড়াতে যেতে মনটা বেশ উড়ু উড়ু করবে। অর্থকড়ি আসবে ভালোই। বন্ধুদের ডাকে আজ সাড়া না দিয়ে উপায় থাকবে না। সন্ধ্যায় মন দোলায়িত হবে প্রিয় মানুষের মিষ্টি হাসিতে।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) :

নিজের কর্মদক্ষতা সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্যের দিকে নজর রাখলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানি থেকে রক্ষা পাওয়া যাবে। নিজের আচরণ নিয়ে নিজেকে প্রশ্ন করুন আর যে আচরণগুলো আপনার আশপাশের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে তা পরিহার করুন। আজকের দিনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যা আপনার জীবনের ভারসাম্যতা ফিরিয়ে আনবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) :

বই এবং চলচ্চিত্র হতে পারে আপনার আজকের দিনের সঙ্গী। প্রিয়জনের সান্নিধ্য পেতে করতে পারেন ফোন অথবা লিখতে পারেন দীর্ঘ চিঠি। কর্মক্ষেত্রে নিজের পরিধি বাড়াতে আজকের দিনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দিলখোলা হোন এবং এগিয়ে যান। প্রয়োজন অনুসারে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) :

আজ ধনুর শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে জলের মতো।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) :

আজ তুলার শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে কর্মক্ষেত্রে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে জলের মতো।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) :

আপনি খুবই বাস্তববাদী মানুষ, নেহাৎ কর্মফলে বিশ্বাস করেন। কিন্তু আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে দেবে বিশ্বাস করিয়ে ছাড়বে। আজ ভালোবাসার মানুষটির সঙ্গে মৃদু খুনসুটির যোগ আছে, তবে তাকে মৃদু রাখাটাও আপনারই হাতে। কর্মক্ষেত্রে কৌতুহল প্রকাশ করা ইতিবাচক ফল আনতে পারে। পুরনো, ভুলে যাওয়া কোনো উৎস থেকে অর্থ আসতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) :

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এ কথাটা আজ আপনাকে মানতেই হবে। দলগতভাবে সাফল্য আসবে, সবাইকে নিয়ে এগিয়ে যান সাচ্ছন্দ্যে। ফাটলের যোগ দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কে, সাবধান! কর্মক্ষেত্রে আজ কারও সহায়তা পাবেন না, একলা চলো রে নীতি অবলম্বন করুন। ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে চাইলে এড়িয়েও যেতে পারেন। মনে রাখবেন, এসব ক্ষেত্রে ঋণ না করাটাই ভালো।