বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

সরকারী দল

04-11-2017 10:35:36 AM

‘কখনো খালেদা জিয়া কাঁদে, কখনো ফখরুল কাঁদে’

newsImg
ঢাকা: বিএনপি গণঅভ্যুত্থান করে সরকার হটানোর দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁও বাসস্ট্যান্ডে জাতীয় নিরাপদ সড়ক দিবসের এক আলোচনা সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি আজকে গণঅভ্যুত্থান শুরু করবেন। এই দেশে গণঅভ্যুত্থানের দুঃস্বপ্ন দেখে লাভ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘সকাল বিকেল স্বপ্ন দেখে, আবার সকাল বিকেল স্বপ্ন পরিবর্তন করে। একবার একটা বলে, সকালে বলে একটা, বিকেলে বলে আরেকটা।’

‘কখনো বেগম জিয়া কাঁদে, কখনো ফখরুল কাঁদে। কান্নাকাটি, প্রেসব্রিফিং এই সব করে মানুষের হৃদয় জয় করা যাবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অপেক্ষা করুন, পরিবর্তন চাইলে আগামী নির্বাচনে কেবল দেশের জনগণ চাইলে পরিবর্তন হবে। তার আগে গণঅভ্যুত্থান করে জনপ্রিয় শেখ হাসিনাকে হটাবেন এই স্বপ্ন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে লাভ নেই।’

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার কত কাজ, কত উন্নয়ন। দেখান, বাংলাদেশ দেখানোর মতো কোন কাজ আছে নাকি বিএনপি’র? দৃশ্যমান কোন কাজ আছে বিএনপি’র? কাজ ছাড়া ভোট দেবে জনগণ?’

বিএনপির ভিশন ২০৩০ এর সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ভিশন ২০৩০ দিয়েছে। এটা এখন ডিপ ফ্রিজে। এটা নিয়ে এখন আর কোনো আলোচনাও নাই।’

রোহিঙ্গাদের ত্রাণ দিতে খালেদা জিয়ার সড়ক পথে কক্সবাজার যাওয়ার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনি কত ত্রাণ দিবেন? অথচ শত শত ত্রাণ সরবরাহের ট্রাক আটকা পড়েছে আপনার কারণে।

খালেদা জিয়া সড়ক পথে কক্সবাজার যাওয়ার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি।

দেশকে আবার অস্থীতিশীল করতে চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী।

খবরটি সংগ্রহ করেনঃ- Shakila Sultana lima
এই খবরটি মোট ( 427 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends