বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

01-12-2016 03:45:39 PM

ফোন থেকে ফোনে চার্জ দেওয়ার কৌশল

newsImg

তানজিল শরীফ : ফোনে চার্জ নিয়ে কম-বেশি বিপদে পড়তে হয় প্রায় সবাইকে। যদিও এখন সব জায়গায়ই চার্জার পাওয়া যায় বলা যায়। অনেকে পাওয়ার ব্যাংকও রাখেন। তবে এ দু'টোর কোনটি যদি না থাকে তাহলে? তখন আপনি অন্য একটি ফুল চার্জ মোবাইল থেকে আপনার ফোনে চার্জ দিতে পারবেন। প্রথমে জেনে নেই কী কী লাগবে-     ১. একটি ফুল চার্জ করা ফোন     ২. একটি OTG ক্যাবল     ৩. একটি USB ক্যাবল     ৪. কম চার্জের আরেকটি ফোন (যেটায় চার্জ দিবেন) কার্য পদ্ধতিঃ প্রথমে OTG ক্যাবলটি ফুলচার্জ যুক্ত ফোনে ইনসার্ট করুন। তারপর USB ক্যাবল দিয়ে OTG ক্যাবলের সাথে সংযুক্ত করুন। USB ক্যাবলের অপর মাথা কম চার্জিত ফোনে ইনসার্ট করুন। এবার দেখুন আপনার ফুল চার্জ দেওয়া ফোনটি কীভাবে পাওয়ার ব্যাংকের কাজ করে। অর্থাৎ, আপনি যেখানেই যান সঙ্গে একটি OTG ক্যাবল ও একটি USB ক্যাবল রাখুন। চরম বিপদের মুহূর্তে সামান্য চার্জ দিতে বন্ধু, পরিচিতজন বা অপরিচিত কারও কাছ থেকেও আরেকটি ফুল চার্জ ফোন পেয়ে যেতেই পারেন।  

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 395 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends